ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এভারটনের বিপক্ষে ম্যানইউ’র জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এভারটনের বিপক্ষে ম্যানইউ’র জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের মাঠ গুডিসন পার্কে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় ম্যানইউ।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করে নেয় ইউনাইটেড।

দলের হয়ে গোল তিনটি করেন ওয়েইন রুনি, আন্দ্রের হেরেরা এবং স্নেইডারলিন।

ম্যাচের ১৮তম মিনিটে ম্যানইউ প্রথম গোলের দেখা পায়। ক্রিস স্মলিংয়ের সাহায্য নিয়ে গোল করেন স্নেইডারলিন। ২২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন হেরেরা। আর্জেন্টাইন তারকা মার্কোস রোহোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন হেরেরা। আর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে তৃতীয়বার এভারটনের জালে বল জড়ান রুনি। স্বাগতিকদের ভুল পাসকে কাজে লাগিয়ে তৃতীয় গোলে ভূমিকা রাখেন হেরেরা।

তবে, কয়েকবার গোলের সুযোগ পেয়েও ভালো ফিনিশিংয়ের অভাবে ব্যবধান কমিয়ে আনতে পারেনি এভারটন।

এ জয়ের পর ম্যানইউ ৯ ম্যাচ খেলে অর্জন করেছে ১৯ পয়েন্ট। লিগ টেবিলের দুইয়ে অবস্থান করা ম্যানইউয়ের উপরে রয়েছে ২১ পয়েন্ট পাওয়া ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।