ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বার্সার হয়ে নেইমারের সেরা ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বার্সার হয়ে নেইমারের সেরা ম্যাচ নেইমার / ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের জার্সি গায়ে এর আগেও এক ম্যাচে চার গোল করেছিলেন নেইমার। এক ম্যাচ থেকে চার গোল করেছেন সাবেক ক্লাব সান্তোসের হয়েও।

তবে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন ব্রাজিল ফরোয়ার্ড।

রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচে নেইমারের চার গোল আর লুইস সুয়ারেজের এক গোলে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পায় কাতালানরা।

লাস পালমাসের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়া বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির অভাবকে কোনোমতেই বুঝতে দেননি নেইমার।

রায়ো ভায়েকানোর বিপক্ষে চার গোল করে স্প্যানিশ লিগের চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমাকে ছাড়িয়ে গেছেন নেইমার। লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন বার্সার নেইমার। এখন পর্যন্ত ব্রাজিলের এ সেনসেশন করেছেন ৮টি গোল। যার চারটিই গত ম্যাচ থেকে। রোনালদো, বেনজেমাদের গোল এখন পর্যন্ত ৬টি করে।

স্বাভাবিকভাবেই নেইমার জানান, বার্সার জার্সি গায়ে এটাই আমার সেরা ম্যাচ। ম্যাচে জয় পেয়েছি বলে দারুণ লাগছে। আমাদের একটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়েছে। তাদের বেশ কিছু ম্যাচ উইনার ফুটবলার ছিল। তবে, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নিজের পারফর্মে আমি খুশি।

দলের অন্যতম সেরা চালিকাশক্তি মেসিকে মাঠের বাইরে রেখে মাঠে নামাটা বার্সার জন্য খুব সহজ ছিল না জানিয়ে নেইমার বলেন, আমি দলের জয়ে সতীর্থদের অভিনন্দন জানাই। রায়ো ভায়েকানোর ফুটবলারদেরও অভিনন্দন জানাই। তারা ভালো খেলেছেন। বার্সেলোনার হয়ে এটাই আমার সেরা ম্যাচ।

ম্যাচের ২২ মিনিটের মাথায় নেইমার তার প্রথম গোলটি করেন। পেনাল্টি থেকে প্রথম গোল করার ১০ মিনিট পর দ্বিতীয় গোলটিও পেনাল্টির সুযোগ থেকে আসে। ম্যাচের ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিল তারকা। পরের মিনিটেই নিজের চতুর্থ গোল করেন নেইমার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।