ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সমর্থকদের আশ্বস্ত করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
সমর্থকদের আশ্বস্ত করলেন নেইমার নেইমার / ছবি: সংগৃহীত

ঢাকা: গেল ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে ভেড়াতে কত কিছুই না করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর পরই ব্রাজিলিয়ান সেনসেশনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়নের ইঙ্গিত দেয় বার্সেলোনা।

অবশ্য, এখন পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে বার্সা সমর্থকদের আশ্বস্তই করলেন নেইমার। নতুন চুক্তিপত্রে সই করবেন বলে তিনি নিশ্চিত করেন।

অচিরেই হয়তো বার্সার সঙ্গে নেইমারের নতুন চুক্তি সম্পন্ন হবে। সম্প্রতি কাতালানদের টেকনিক্যাল ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজ বলেছিলেন, ‘নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়াটি খুব দ্রুত এগোচ্ছে। আশা করছি, অদূর ভবিষ্যতে তিনি ন্যু ক্যাম্প থেকেই অবসর নেবেন। ’

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘চুক্তি নবায়নের কাজটি প্রক্রিয়াধীন রয়েছে। এখনো আমার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতেই কয়েক বছর বাকি। চুক্তি নবায়নেও আমার আপত্তি নেই। আনুষাঙ্গিক কাজ শেষ হলেই নতুন চুক্তিপত্রে সই করব। তাই সমর্থকদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সবাই শান্ত থাকুন। ’

এর আগে নেইমার বাবা বলেছিলেন, ‘নেইমার বার্সাতেই থাকবে। সে ন্যু ক্যাম্পে বেশ সুখেই আছে। অদূর ভবিষ্যতে তার ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। কাতালান সমর্থকরা এ ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকতে পারে। ’

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।