ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

তাসের আড্ডায় তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
তাসের আড্ডায় তেভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুম শেষে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে পাড়ি দিয়েছিলেন কার্লোস তেভেজ। আর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরসে গিয়ে ঠিক আগের মতই মানিয়ে নিয়েছেন এ স্ট্রাইকার।



ইউরোপে বেশ কয়েক বছর থাকার পর নিজ শহরের ক্লাবে আবারো ফিরে আসলে আর্জেন্টাইন তারকাকে ব্যাপক সংবর্ধনা দেয় বোকা জুনিয়র্স। পরে শৈশবের ক্লাবে গেলে তাকে ৪০ হাজার সমর্থক স্বাগতম জানায়।

সোমবার (১৯ অক্টোবর) ব্রেথ স্পোর্টসের টুইটারে একটি ছবিতে দেখা যায়, ৩১ বছর বয়সী তেভেজ শহরের রাস্তায় তাসের আড্ডায় মেতেছেন। যেখানে তার সঙ্গে ছবিতে বন্ধুদের দেখা যায়।

সাবেক ম্যানইউ ও ম্যানসিটি তারকা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন। প্যারাগুয়ের বিপক্ষে ড্র হওয়া ম্যাচটিতে নাক ভেঙে ফেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।