ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে ছিটকে গেলেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ইনজুরিতে ছিটকে গেলেন বেল ছবি: সংগৃহীত

ঢাকা: গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার গ্যারেথ বেল। রিয়ালের এক অফিসিয়াল বার্তায় খবরটি নিশ্চিত করা হয়।



চলতি মৌসুমের শুরুতে ওয়েলস অধিনায়ক তিন সপ্তাহের জন্য একই ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। আর একই কারণে বুধবার লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে বাদ পড়লেন বেল।

লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে রিয়ালের জয়ের ম্যাচে অর্ধেক সময় মাঠের বাইরে ছিলেন বেল। তবে ইউরো ২০১৬ বাছাই পর্বে ওয়েলসের হয়ে আনডোরা ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিলেন তিনি।

এদিকে ফুটবলারদের ইনজুরিতে চিন্তার ভাজ পড়েছে রিয়ালের ওপর। পিএসজির বিপক্ষে শঙ্কায় রয়েছেন, করিম বেনজেমা, দানি কারভাহাল, সার্জিও রামোস, দানিলো, জেমস রদ্রিগেজ, পেপে ও লুকা মদ্রিচ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।