ঢাকা: ফুটবল ক্লাব বার্সেলোনার ওপর দ্বিতীয় মেয়াদে জরিমানা করায় উয়েফার প্রতি অসন্তুষ্ট স্প্যানিশ ক্লাবটি। আর এবার জরিমানার বিপরীতে আপিল করবে ট্রেবল জয়ী দলটি।
সমর্থকদের এই পতাকা উত্তোলন স্পেনের কাতালান অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে আহবান জানায়। তবে উয়েফা ব্যাপারটিকে কোন ভাবেই সমর্থন করে না। আর লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে বার্সা সমর্থকদের এমন আচরণের কারণে উয়েফা ৪০ হাজার ইউরো জরিমানা করে ক্যাম্প ন্যু’র ক্লাবটিকে।
এ প্রসঙ্গে কাতালান ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট জর্দি মেস্তরে জানান, ‘সম্প্রতি উয়েফার করা জরিমানার বিরুদ্ধে আমরা আপিল করবো। ’
এর আগে গত মৌসুমে বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বার্সা সমর্থকরা প্রো-কাতালুনিয়ার পতাকা উড়ায়। পরে উয়েফা বার্সার বিরুদ্ধে ৩০ হাজার ইউরো জরিমানা করে এবং জরিমানাটি শোধও করে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৫
এমএমএস