ঢাকা: ইনজুরির কারণে প্রায় এক মাস যাবৎ মাঠের বাইরে লিওনেল মেসি। তাকে ছাড়াই প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করছে বার্সেলোনা।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে নেইমার একাই নেতৃত্ব দেবেন, এমন কথায় বিশ্বাসী নন এনরিক। চাপের মুখে আর্জেন্টাইন তারকাই বার্সার ত্রাণকর্তা হয়ে ওঠেন। এমন উদাহরণের তো আর শেষ নেই। চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালের কথাই বলা ধরুন না। ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচটিতে মেসি ম্যাজিকেই বিধ্বস্ত হয় বায়ার্ন মিউনিখ। কিন্তু, কঠিন ম্যাচে মেসির অভাব কী নেইমার পূরণ করতে পারবেন?
এনরিকের ভাষ্যমতে, ‘আমরা দলগতভাবে খেলার চেষ্টা করি। আমাদের নেতা লিও মেসি। তার পরিবর্তে অন্য কাউকে দলের কান্ডারি ভাবতে রাজি নই। সেদিকে দৃষ্টিও রাখছি না। তার অনুপস্থিতিতে টিম হিসেবে উন্নতি করার পাশাপাশি সবাইকে নিজেদের সেরাটাই দিতে হবে। ’
লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে মারাত্মক হাঁটুর ইনজুরিতে ভোগেন মেসি। পরে তো আট সপ্তাহের জন্যই ছিটকে পড়েন। অন্তত নভেম্বরের মাঝামাঝি সময়ের আগে তার মাঠে ফেরা হচ্ছে না।
এদিকে, চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের (২০ অক্টোবর) ম্যাচে বেলারুশের বাতে বরিসভের মুখোমুখি হবে মেসিবিহীন বার্সা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএম