ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মির করপোরেট ফুটবলের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
মির করপোরেট ফুটবলের ড্র অনুষ্ঠিত

ঢাকা: ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে লিও এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘মির করপোরেট ফুটবল ফিয়েস্টা,পাওয়ারড বাই সেইলর’। উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের কৃত্রিম টার্ফে দ্বিতীয় আসরের এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে ।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন, টুর্নামেন্টের গ্রুপিং এবং ড্র অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে এশিয়ান টিভি।

এদিন প্রধান অতিথি মির গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর নাব-ই-জহির ছাড়া এতে উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এপিলিয়নের ডিরেক্টর জুনায়েদ আবু সালেহ মুসা, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের বিভাগীয় প্রধান জুবায়ের ব্রাহাম ও লিও এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুর রহমান রোহান।

এবারের টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। ৯ দিনব্যাপী চলবে ‘সিক্স-এ সাইড’ এই টুর্নামেন্টটি।

কাপ, প্লেট ও বোল এই তিন ক্যাটাগরিতে খেলা হবে টুর্নামেন্টটিতে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুইদল খেলবে কাপ পর্যায়ে। তৃতীয় দল প্লেট এবং চতুর্থ ও শেষ দল খেলবে বোলে।

কাপ চ্যাম্পিয়ন দলকে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজারের এয়ার টিকিট দেওয়া হবে। চ্যাম্পিয়ন দলের সবাইকে ব্র্যান্ডের পোশাক উপহার দেবে ‘সেইলর’। এছাড়া সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্টকে স্মার্টফোন উপহার দেবে উইলস ইভেন্টস।

বর্তমান চ্যাম্পিয়ন ব্যান্ডো ডিজাইন ছাড়া অপর দলগুলো হচ্ছে, কমফিট কম্পোজিট নিট লিমিটেড, এসেনচার, থেরাপ, মির গ্রুপ, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল, কিউবি, ম্যাগনিটো ডিজিটাল, জেমকন গ্রুপ, এমটিবি, আইডিএলসি, কম্পিউটার সোর্স, গ্রে, ম্যাডসেফ, ভিজার্ট ও এশিয়াটিক।

গ্রুপ ‘এ’: ব্যান্ডো ডিজাইন, গ্রে, জেমকন গ্রুপ ও ভিজার্ট।

গ্রুপ ‘বি’: ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল, থেরাপ, এসেনচার ও কিউবি।

গ্রুপ ‘সি’: কমফিট কম্পোজিট নিট লিমিটেড, ম্যাডসেফ, এমটিবি ও ম্যাগনিটো ডিজিটাল।

গ্রুপ ‘ডি’: কম্পিউটার সোর্স, এশিয়াটিক, আইডিএলসি ও মির গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।