ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ঘরের মাঠে অ্যাতলেটিকোর গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ঘরের মাঠে অ্যাতলেটিকোর গোল উৎসব ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে জয়ে ফিরলো অ্যাতলেটিকো মাদ্রিদ। গ্রুপ ‘সি’র এ খেলায় দুর্বল আস্তানাকে পেয়ে এক রকম গোল উৎসবই করলো স্প্যানিশ জায়ন্টরা।

আর ৪-০ গোলে জয়ের পর টেবিলের স্বস্তি পেল দলটি। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেনফিকার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল অ্যাতলেটিকো।

ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে অ্যাতলেটিকোর হয়ে গোল করেন সাউল নিগুয়েজ, জ্যাকসন মার্টিনেজ, অলিভার তোরেস। তবে অপর গোলটি আসে প্রতিপক্ষ ফুটবলার ডিনাইস ডেডচেকোর আত্মঘাতি গোলের সুবাদে।

এদিন ম্যাচের ২৩ মিনিটে ইয়ানিক কারাসকোর সহায়তায় দলের লিড এনে দেন সাউল। আর ছয় মিনিট পরে সাউলের সহায়তায় গোল করেন মার্টিনেজ। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে গ্যাবির অ্যাসিস্টে দলের লিড তিনে নিয়ে যান তোরেস। তবে একের পর এক গোল হজম করা কাজাখাস্তানের দল আস্তানা বেসামাল হয়ে খেলার ৮৯ মিনিটে পথ হারায়। ডিনাইস নিজেদের জালে বল জড়ালে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এ ম্যাচে স্ট্রাইকার ফার্নান্দো তোরেস দুটি গোল করতে পারলে অ্যাতলেটিকোর হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁতে পারতেন। তবে সুযোগ আসলেও আস্তানা গোলরক্ষক নেনাদ ইরিক তা থেকে বঞ্চিত করেন তোরেসকে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।