ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউকে রুখে দিল মস্কো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ম্যানইউকে রুখে দিল মস্কো ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে নিজেদের আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের তৃতীয় খেলায় সিএসকেএ মস্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা।



মস্কোর মাঠ অ্যারিনা খিমকিতে গ্রপ ‘বি’র এ লড়াইয়ে বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে মুখোমুখি হয় ম্যানইউ ও মস্কো। তবে ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা। খেলার ১৫ মিনিটে ডি বক্সের ভিতর সফরকারী ফুটবলার অ্যান্তোনিও মার্শালের হাতে বল লাগলে পেনাল্টি পায় মস্কো।

পেনাল্টি নিতে আসা রোমান এরেমেনকোর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ডি গিয়া। তবে বল ধরে না রাখতে পারায় ফিরতি শটে গোল করে রাশিয়ান ক্লাব মস্কোকে এগিয়ে দেন সেইদু দোম্বিয়া। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রেড ডেভিলসরা।

বিরতির পর অবশ্য খুব দ্রুতই ম্যাচে ফিরে ম্যানইউ। হ্যান্ড বলের কারণে খলনায়কে পরিণত হয় মার্শালই শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোডের দলটিকে উদ্ধার করেন। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার সহায়তায় গোল করেন ফ্রেঞ্চ তারকা মার্শাল (৬৫ মিনিট)।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়া শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা। এ ম্যাচ শেষে নিজেদের তিন খেলায় চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানইউ। সমান খেলায় চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে মস্কো। আর তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওলফবার্গ।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।