ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং বিডি চেসইন স্কুলের আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মিঃ অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা ও সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা শহরের বাছাইকৃত ১৮টি স্কুলের ১২০ জন ছাত্র-ছাত্রী ছয়মাস ব্যাপী এ দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।