ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

মেসি-রোনালদোর উপরে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
মেসি-রোনালদোর উপরে নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান বিশ্ব ফুটবলের বিশ্বসেরা তারকাদের নাম নিতে বলা হলে প্রথমেই চলে আসবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং পর্তুগালের দলপতি ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের এ দুই তারকাকেও একদিক দিয়ে ছাপিয়ে গেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

রোনালদো কিংবা মেসির চেয়েও পরিসংখ্যানের বিচারে এগিয়ে আছেন ২৩ বছর বয়সী নেইমার।

এই ২৩ বছর বয়সে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোল করার দিক দিয়ে এগিয়ে নেইমার। এ বয়সে মেসি ২০১০ সালে ২৬৮ ম্যাচ খেলে গোল করেন ১৫০টি। ২০০৮ সালে ২৩ বছর বয়সে রোনালদো ৩২৭ ম্যাচ থেকে গোল করেন ১১৮টি। আর ২০১৫ সালে ২৩ বছর বয়সে নেইমার ৩১৭ ম্যাচে গোল করেছেন ১৮৩টি।

এ সময়ের মধ্যে খেলা নেইমারের ম্যাচ প্রতি গোলের গড় ০.৫৭। যেখানে কাতালান তারকা মেসির ছিল ০.৫৬ আর রিয়াল তারকা রোনালদোর ছিল ০.৩৬।

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন স্প্যানিশ জায়ান্ট বার্সার ব্রাজিল তারকা নেইমার। স্প্যানিশ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছেন তিনি। ১০ ম্যাচ খেলে বার্সা তারকার গোল ১১টি।

ব্রাজিলের জার্সি গায়ে ৬৭ ম্যাচে ৪৬ গোল করা নেইমার ২০১৩ সালে বার্সায় নাম লেখান। এখন পর্যন্ত কাতালান দলটিতে খেলেছেন ১০৭ ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ৬৭টি। বার্সার হয়ে একবার করে জিতেছেন লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা ডি এসপানা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর উয়েফা সুপার কাপের শিরোপা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।