ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

স্পেন দলে ইস্কোর নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
স্পেন দলে ইস্কোর নাম প্রত্যাহার ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন না স্পেনের ইস্কো। এক বিবৃতিতে এমনটিই নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

মাংসপেশীর ইনজুরির কারণেই স্কোয়াড থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক স্পেন। এর চারদিন পর (মঙ্গলবার) র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।

ফিটনেস ঘাটতির কারণে দলের সঙ্গে ঠিকমতো অনুশীলন করতে পারেননি ইস্কো। তাই শেষ পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্লাবে ফিরে গেছেন ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ইনজুরির কারণে দলের সঙ্গে অনুশীলন পর্ব সম্পূর্ণ করতে না পারায় ইস্কোর জন্য আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা করা হয়। তবে এখনো সে পুরোপুরি ফিট নয়। কয়েকটি মেডিকেল টেস্টের পর তা পর্যালোচনা সাপেক্ষে তাকে ক্লাবে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ’

জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ মিস করলেও রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো ম্যাচের দিকেই দৃষ্টি রাখছেন ইস্কো। আগামী ২১ নভেম্বর লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।