ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

১০ এর আগুয়েরোর ১৬’তে সই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
১০ এর আগুয়েরোর ১৬’তে সই ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে দলে নেই শেষ পাঁচ ম্যাচে। গত অক্টোবরের শুরুর দিকে নিউক্যাসেলের বিপক্ষে একাই করেছিলেন পাঁচ গোল।

তবে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে চোট পান স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কিন্তু ২১ নভেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলার আশা করছেন এ তারকা।

এদিকে সমর্থকদের কেনা ম্যানসিটির জার্সিতে ১৬ নম্বর জার্সিতে সই করছেন আগুয়েরো। তবে বর্তমানে তিনি ১০ নম্বর জাসির্টি পড়ে থাকেন। গত মৌসুমে এডেন জেকোর চলে যাওয়ার পর থেকে মূল স্ট্রাইকারের ভূমিকায় ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ান ২৭ বছরের এ তারকা।

সিটিজেনদের ওয়েবসাইটে আগুয়েরো লিখেন, ’১০ নম্বর জার্সিটি আমার কাছে অনেক কিছু। যখন আমি সিটিতে আসি তখন জেকো পড়তো এটি। আমি তাকে প্রচুর সম্মান করতাম। ’

তিনি আরো বলেন, ‘ তাই তখন ১৬ নম্বর জার্সিটিই আমি বেছে নিলাম। আমি গত কয়েক বছর এটি পড়েছিলাম। এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে ১০ নম্বর জার্সি আমার কাছে বিশেষ কিছু। ’

এ মৌসুমে ম্যানসিটির জার্সি কেনা প্রথম ১২৫ সমর্থককে আমন্ত্রন জানিয়েছে ইতিহাদ স্টেডিয়াম। সেসব ভক্তরা ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।