ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হামলার শিকার ফ্রান্সেই ইউরো: উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
হামলার শিকার ফ্রান্সেই ইউরো: উয়েফা ছবি: সংগৃহীত

ঢাকা: পূর্বের সূচি অনুযায়ী ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপ ফ্রান্সই অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানী প্যারিসে সন্ত্রাসীদের পাশবিক হামলার পরও এমনটি নিশ্চিত করলো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।



সেদিনের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়। আহত হয় আরো ৩৫০জন। যেখানে বাদ যায়নি রেষ্টুরেন্ট, কনসার্ট এমনকি খেলার স্টেডিয়ামও। স্বাগিতক ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানের বিপক্ষে স্তেদিও দ্যা ফ্রান্স স্টেডিয়ামের বাইরে বোমা ফাটানো হয়।

 স্টেডিয়ামের বাইরের সে হামলা চারজন নিহত হয়েছিল। যারা মাঠের খুব কাছেই ছিলেন। আর এ স্টেডিয়ামেই আগামী বছর জুলাইয়ের ১০ তারিখ ইউরোর ফাইনাল হওয়ার কথা রয়েছে। তবে এমন ঘটনায় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। সেই সঙ্গে দলের সাবেক তারকা জাস্ট ফোন্টেইনে ইউরো ২০১৬‘র স্বাগতিক হতে নিষেধ করেছে ফ্রান্সকে।

উয়েফার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবারের এমন নারকীয় ঘটনার পরও উয়েফা ও ইউরো ২০১৬’র আয়োজক কমিটি জানাতে চাচ্ছে কঠোর নিরাপত্তার সঙ্গে আসরটি ফ্রান্সই অায়োজন করবে। ’

বিবৃতিতে আরো বলা হয়, ১২ ডিসেম্বর প্যালাইস দেস কংগ্রেসে ইউরোর ড্র অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টটি ফ্রান্সে আগামী বছর ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।