ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শঙ্কায় বেলজিয়াম-স্পেন ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
শঙ্কায় বেলজিয়াম-স্পেন ম্যাচ বাতিল ছবি: সংগৃহীত

ঢাকা: ক’দিন আগেই প্যারিস হামলার ভয়াবহতা দেখেছে বিশ্ব। তবে সূচি অনুযায়ী রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফুটবল দলগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ।

এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর বেলজিয়াম ও স্পেনের মধ্যকার প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শঙ্কা থাকায় বাতিল করা হয়েছে ম্যাচটি।

প্যারিস হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়। আহত হয় আরো ৩৫০জন। যেখানে বাদ যায়নি রেষ্টুরেন্ট, কনসার্ট এমনকি খেলার স্টেডিয়ামও। স্বাগিতক ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানের বিপক্ষে স্তেদিও দ্যা ফ্রান্স স্টেডিয়ামের বাইরে বোমা ফাটানো হয়।

স্টেডিয়ামের বাইরের সে হামলা চারজন নিহত হয়েছিলেন। এদিকে স্পেনের বিপক্ষে স্তেদে রোই বাউদোইনে হামলা হতে পারে এমন শঙ্কায় বাতিল করা হয়েছে ম্যাচটি।

এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ আয়োজনের কর্মকর্তা ও স্পেন জাতীয় দলের সঙ্গে কথা বলে বেলজিয়াম ‍ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ’

আরো বলা হয়, ‘আমরা এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করেছি। আগামীকালের ম্যাচ আয়োজনে তারা আমাদের নিষেধ করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।