ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ব্রাজিল-উরুগুয়ের উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ব্রাজিল-উরুগুয়ের উড়ন্ত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। পেরুকে ৩-০ গোলে ব্রাজিল এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে একই ব্যবধানের উড়ন্ত জয় পায় উরুগুইয়ানরা।

লাতিন আমেরিকা অঞ্চলের অন্যান্য ম্যাচের মধ্যে কলম্বিয়াকে ১-০ গোলে আর্জেন্টিনা, বলিভিয়াকে ২-১ গোলে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখে ইকুয়েডর।

ঘরের মাঠ সালভাদরে খেলা শুরুর ২২ মিনিটের মাথায় উইলিয়ানের ক্রসে ব্রাজিলকে লিড এনে দেন ডগলাস কস্তা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লোস দুঙ্গার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে কস্তার পাসে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার রেনাতো আগুস্টো। নির্ধারিত সময়ের তের মিনিট আগে পেরুর জালে বল পাঠান লেফট ব্যাক ফিলিপে লুইস। ম্যাচ শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে নেইমার-দানি আলভেজরা।

ব্রাজিলের মতো উরুগুয়েও নিজেদের মাঠে আধিপত্য বজায় রাখে। স্তেদিও সেন্টানারিওতে দুর্দান্ত ফর্মে থাকা চিলির বিপক্ষে অনায়াসেই জয় তুলে নেয় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে অধিনায়ক দিয়েগো গোদিনের গোলে লিড নেয় স্বাগতিকরা। বিরতির পর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডিফেন্ডার আলভারো পেরেইরা।

এর চার মিনিট পরই মার্টিন সেসেরাসের গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে চিলি। কাকতালীয়ভাবে উরুগুয়ের হয়ে তিনটি গোলই করেন ডিফেন্ডাররা। ম্যাচে ফিরতে মরিয়া ভিদাল-সানচেজরা আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও উরুগুয়ের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেননি। তাই শেষ পর্যন্ত কাভানিদের উড়ন্ত জয়ের বিপরীতে হতাশাই সঙ্গী হয় চিলিয়ানদের।

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল। সমান ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। পাঁচ নম্বরে থাকা চিলির সংগ্রহ সাত পয়েন্ট। মাত্র এক জয়ে নবম স্থানে পেরু। দুই পয়েন্ট কম নিয়ে চিলির পরেই আর্জেন্টিনা। পূর্ণ ১২ পয়েন্টে শীর্ষেই ইকুয়েডর।

** কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার প্রথম জয়

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।