ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মারেকে হারিয়ে সেমিতে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
মারেকে হারিয়ে সেমিতে নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: এটিপি ওয়ার্ল্ড ট্যুরে অ্যান্ডি মারেকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। পুরুষ টেনিসের এ টুর্নামেন্টে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লন্ডনের জিরো টু ‍অ্যারিনায় বৃটিশ নাম্বার ওয়ানকে এদিন কোন পাত্তাই দেননি নাদাল।

সরাসরি সেট জিতে সেমির টিকিট নিশ্চিত করেন নাদাল।

১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালকে প্রথম সেটটি জিততে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়। ৬-৪ গেমে জিতে এগিয়ে যান এ স্প্যানিশ। তবে দ্বিতীয় সেটে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মারে। হেরে যান ৬-১ ব্যবধানে।

এদিকে এ ম্যাচটি হারলেও শেষ চারে ওঠার সুযোগ থাকছে স্কটিশ তারকা মারের। স্তানিস্লাস ওয়ারিঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে জিততে পারলে সেমিতে খেলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।