ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গার্দিওলায় অভিভূত জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
গার্দিওলায় অভিভূত জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: বুন্দেসলিগায় বরাবরই হট ফেভারিট বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে বাভারিয়ানরা যেন আরো বেশি ধারাবাহিক।

পেপ গার্দিওলার অধীনে এখন পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে তারা ১১টিতেই জয়লাভ করে। বাকি ম্যাচটি ড্র। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও জার্মান জায়ান্টদের আধিপত্য। বায়ার্নের এমন উজ্জ্বল পারফরম্যান্সের নেপথ্যে গার্দিওলার কোচিং দক্ষতাকেই এগিয়ে রাখছেন জিনেদিন জিদান।

এক কথায় সাবেক বার্সেলোনা কোচের ভূয়সী প্রশংসা ‍করেছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি জিদান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একটি বিষয় লক্ষ্য করলাম, গার্দিওলা কোচ হওয়ার পর অনন্য স্তরে পৌঁছেছে বায়ার্ন। তার অধীনে জার্মান চ্যাম্পিয়নদের কোনো বাজে ম্যাচ আমার চোখে পড়েনি। খেলোয়াড়দের কাছ থেকে তিনি সেরাটার সেরা বের করে আনতে পারেন। ’

গত তিন মৌসুমেই ঘরোয়া লিগ শিরোপা ঘরে তোলে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগেও দারুণ ধারাবাহিক বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে শিরোপা জেতার পর গত দুই মৌসুমে সেমিফাইনাল নিশ্চিত করে মুলার-ফিলিপ লাম-রোবেনরা।

উল্লেখ্য, বার্সেলোনার হয়ে চার বছরের (২০০৮-১২) সফল কোচিং অধ্যায় শেষে ২০১৩ সালে বায়ার্নের কোচের দায়িত্ব নেন গার্দিওলা। চলতি মৌসুম শেষেই তার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। গুঞ্জন উঠছে, আগামী মৌসুমেই তিনি নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন। যার মধ্যে ইংলিশ লিগের জোড়ালো সম্ভাবনা রয়েছে!

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।