ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসির জন্য শেষ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মেসির জন্য শেষ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: গত সেপ্টেম্বরে লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েস বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। শনিবারের (২১ নভেম্বর) এল ক্লাসিকো ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবেন বার্সার তারকা এ স্ট্রাইকার-এমনটি জানিয়েছেন খোদ কাতালানদের কোচ লুইস এনরিকে।



রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর ম্যাচটি বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হবে।

চোট থেকে সেরে উঠে আর্জেন্টাইন তারকা মেসি বার্সার ‘বি’ দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। নিজেকে ফিরে পেতে পরে মূল দলের অনুশীলনে যোগ দেন তিনি। এল ক্লাসিকোর একদিন আগে পর্যন্ত শতভাগ ফিট হতে পারেননি মেসি, জানিয়েছেন এনরিক।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, মেসি ১০০ ভাগ ফিট হয়নি। এটা অসম্ভব। তবে, সে দলে ফিরেছে সেটি দলের জন্য ইতিবাচক একটি দিক। আমাদের সঙ্গে মেসি অনুশীলন করায় আমরা দারুণ খুশি। আজও আমাদের দলের অনুশীলনের একটি সেশন রয়েছে। সেখানে মেসি যোগ দেবে। আমি জানি মেসি শতভাগ ফিট নয়।

তবে, ম্যাচের এক ঘণ্টা আগে মেসির সঙ্গে খেলার ব্যাপারে কথা বলবেন জানান কাতালান কোচ।

এনরিক বলেন, মেসির জন্য ম্যাচের এক ঘণ্টা আগে পর্যন্ত আমি অপেক্ষা করবো। কারণ দল নিয়ে এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। অনুশীলনে আমি সকল খেলোয়াড়কে পর্যবেক্ষণ করবো। বিশেষ করে যারা ইনজুরি থেকে ফিরে এসেছে। মেসিকে দলে রাখতে পারাটা অসাধারণ একটি খবর হবে।

মেসির সঙ্গে মূল দলের অনুশীলনে ফিরেছেন ইনজুরি কাটিয়ে উঠা ক্রোয়েশিয়ান তারকা ইভান রেকিতিচ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এ তারকা বাতে বরিশভের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান।

১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২৪।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।