ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মঞ্জুর কাদেরকে বাফুফের কারণ দর্শানোর নোটিশ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মঞ্জুর কাদেরকে বাফুফের কারণ দর্শানোর নোটিশ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ ১০ জন খেলোয়াড়কে অনুষ্ঠানের কথা বলে নিজ ক্লাব শেখ জামালে ডেকে নিয়ে যাওয়ায়, ক্লাবটির মালিক মঞ্জুর কাদের চৌধুরিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে। একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়াকেও।



শনিবার (২১ নভেম্বর) বাফুফের এক জুরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাফুফে ভবনে প্রায় তিন ঘণ্টার জরুরি সভা শেষে সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি জানান, ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান মঞ্জুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া অনেক দিন ধরেই বাফুফের বিরুদ্ধে অসত্য ও মনগড়া সমালোচনা করে আসছিলেন। আর ম্যাচের আগের দিন ফিফার নিয়ম ভঙ্গ করে খেলোয়াড়দের নিজ ক্লাবে নিয়ে যাওয়া ছিল ঔদ্ধত্যপূর্ণ আচরণ। তাদের দু’জনকেই কারণ দর্শানোর নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই জবাব দিতে হবে। ’

সালাম মুর্শেদির ভাষ্য অনুযায়ী সভার সিদ্ধান্ত খুব শিগগির বাফুফে ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে।

বাফুফের জরুরি সভা চলাকালীন সময়ে বাফুফে ভবনের নিচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কিছু সমর্থক এসে মঞ্জুর কাদেরের শাস্তি দাবী করে শ্লোগান দিতে থাকেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।