ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইব্রার শততম ম্যাচে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ইব্রার শততম ম্যাচে পিএসজির জয় ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রথমবার মাঠে নেমে জয়ের ধারা বজায় রাখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ ম্যাচ দিয়েই একটি মাইলফলক স্পর্শ করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফ্রেন্স লিগে শততম ম্যাচে মাঠে নামেন সুইডিশ তারকা।

ম্যাচ শুরুর আগে প্যারিস ট্র্যাজিডিতে মৃত ব্যক্তিদের স্মরণে দু’দলের খেলোয়াড়রা সহ স্টেডিয়ামের দর্শকরা সবাই এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়াও স্মারক জার্সিতে মাঠে নামেন ইব্রা-মাতুইদিরা। ক্লাবের লোগার নিচের অংশে লেখা থাকে ‘জে সুইস প্যারিস’।

অন্যদিকে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যাঙ্গেল ডি ‍মারিয়া, মার্কো ভেরাত্তি, এজেকুয়েল লাভেজ্জি, ডেভিড লুইজ ও হাভিয়ের পাস্তোরেদের ছাড়াই মাঠে নামে পিএসজি। ম্যাচেও এর ভালোই প্রভাব পড়ে। এক প্রকার কষ্টার্জিত নিয়েই মাঠ ছাড়ে লঁরা ব্লাঁর শিষ্যরা।

মাইলফলক ছোঁয়া ম্যাচে গোলবঞ্চিত থাকলেও ৩২ মিনিটে দেওয়া ব্লেইস মাতুইদির গোলটি ইব্রাহিমোভিচের পাস থেকেই আসে। এর ছয় মিনিট আগে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার হার্ভিন অনজেন্ডা। নির্ধারিত সময়ের আগে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন অনজেন্ডার স্বদেশী মুকান্দজো।

পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচ শেষে অপরাজিত পিএসজি। ১২ জয় ও দু্ই ড্রয়ে সংগ্রহ ৩৮ পয়েন্ট। ইতোমধ্যেই দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক লিওনেইসের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ১৩-তে ঠেকলো। সমান ম্যাচে ২০ পয়েন্টে আট নম্বরে লরিয়েন্ত।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।