ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার

ঢাকা: বছরের শেষ টেনিস ইভেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন রজার ফেদেরার। রোববার (২২ নভেম্বর) লন্ডনে বাংলাদেশ সময় রাত ১২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।



সেমিফাইনালে ফেদেরারের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েন তারই স্বদেশী স্ট্যান ওয়ারিঙ্কা। প্রথম সেটে ৭-৫ গেমের কষ্টার্জিত জয় তুলে নেন সুইস কিংবদন্তি। তবে দ্বিতীয় সেটে ৬-৩ গেমের সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেন ফেদেরার। এ নিয়ে ১০ বার ফাইনালে উঠলেও ২০১১ সালের পর আর শিরোপা ছুঁতে পারেননি ১৭ বারের গ্রান্ড ম্লাম জয়ী।

এর আগে প্রথম সেমিতে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে সরাসরি সেট ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকার সামনে এবার টানা চারবার শিরোপা জয়ের হাতছানি। গত তিনবারের মধ্যে দু’বারই তার প্রতিপক্ষ ছিলেন ফেদেরার।

ফেদেরার শিরোপা খরা কাটাতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! নাকি র‌্যাকিংয়ের শীর্ষে থাকা জোকোভিচেরই জয়জয়কার হবে। বলে রাখা ভালো, এ বছর চারটি গ্রান্ড স্লামের মধ্যে তিনটিতেই চ্যাম্পিয়ন হন দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচ। শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেই ওয়ারিঙ্কার বিপক্ষে তার শিরোপা হাতছাড়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।