ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আরেকটি গিনেস রেকর্ডের দাবিদার হলেন হালিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরেকটি গিনেস রেকর্ডের দাবিদার হলেন হালিম ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ব্যানারে আরো একটি বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা চালিয়েছেন চল্লিশ বছর বয়সী আব্দুল হালিম। রোববার (২২ নভেম্বর) বল মাথায় নিয়ে, স্কেটিং জুতো পরে, ২৭.৬২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার প্রচেষ্টা চালিয়েছেন তিনি।



হালিমের এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে শিগগিরই জমা দেওয়া হবে। সেগুলো গিনেস বুক কর্তৃপক্ষ বিচার-বিশ্লেষণ করে হালিমকে নতুন বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিবে।

রোববার তার এই ইভেন্টে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শেখ মারুফ হাসান। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল জেনারেল ম্যানেজার আরিফুজ্জামানসহ অন্যান্যরা।

এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এই রেকর্ডটি গড়ার জন্য আব্দুল হালিম অনেকদিন ধরেই কঠোর পরিশ্রম করেছেন। আশা করছি তার এই প্রচেষ্টা গিনেস বুক কর্তৃপক্ষ স্বীকৃতি দিবে। তিনি আরো কিছু রেকর্ড আমাদের উপহার দিতে পারবেন। আমরা শুধু আব্দুল হালিমই নয়, হালিমের মতো এরকম প্রতিভাবান যারা দেশের আনাচে-কানাচে রয়েছে তাদেরকেও তুলে আনতে চাই। তাদের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। ’

পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, ‘আব্দুল হালিমকে আমি আগে থেকেই চিনি। সে খুবই প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী একজন মানুষ। আগেও সে বিশ্বরেকর্ড গড়েছে। আজকে তার ইভেন্ট দেখলাম। আশা করছি গিনেস বুক কর্তৃপক্ষ তার এই প্রচেষ্টাকেও স্বীকৃতি দিয়ে আরেকটি বিশ্ব রেকর্ডের দাবিদার করবে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ’

ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে আব্দুল হালিম বলেন, ‘এর আগেও ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর ব্যানারে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলাম। এবারও ওয়ালটনের সহযোগিতায় নতুন এই রেকর্ডের জন্য সফলভাবে প্রচেষ্টা চালিয়েছি। আশা করছি আগামীতেও ওয়ালটনের কাছ থেকে সহযোগিতা পাব। ’

নতুন বিশ্ব রেকর্ডের দাবিদার আব্দুল হালিম আরও বলেন, ‘দীর্ঘ ২০ বছর সাধনার পর ২০১১ সালের ২২ অক্টোবর গিনেস কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়ার গৌরব অর্জন করি। বাংলাদেশের নাম এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে গিনেস বুক কর্তৃপক্ষের ওয়েবসাইটে তালিকাভুক্ত করতে সক্ষম হই। সঙ্গে আরো চার বছর যোগ করে আজ নতুন আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার জন্য প্রচেষ্টা চালালাম। আশা করি অল্প দিনের মধ্যে বাংলাদেশের নাম ও পতাকাকে দ্বিতীয়বারের মতো গিনেস বুকের ওয়েবসাইটে তালিকাভুক্ত করতে সক্ষম হব। ’

উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম। আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলে আকৃষ্ট হন। ফুটবল নিয়ে তিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।