ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেলের ইংল্যান্ডে ফেরার আভাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বেলের ইংল্যান্ডে ফেরার আভাস গ্যারেথ বেলে / ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমেই গ্যারেথ বেলের মানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। সামার ট্রান্সফার উইন্ডোতে তা আরো জোড়ালো হয়।

শেষ পর্যন্ত কী ওয়েলস তারকা বার্নাব্যু ছাড়বেন? নিশ্চিত না করলেও অদূর ভবিষ্যতে এমন কিছুই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেল। তবে বর্তমানে রিয়ালের হয়ে সময়টা বেশ উপভোগ করছেন বলেও তিনি নিশ্চিত করেন।

২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছয় বছরের চুক্তিতে টটেনহাম থেকে রিয়ালে পাড়ি জমান বেল। গ্যালাকটিকোদের হয়ে প্রথম মৌসুমেই জেতেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে গত মৌসুমে অনেকটা নিজের ছায়া হয়ে থাকেন। তাতেই ওয়েলস উইঙ্গারকে ঘিরে ক্লাব ছাড়ার গুজব রটে।

ডেইলি মিররকে দেওয়া সাক্ষাৎকারে বেল বলেন, ‘আমি কখনই বলিনি যে, ইংলিশ লিগে আর ফিরব না। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যখন প্রথমবার ফুটবল খেলা শুরু করি, তখনই আমার লক্ষ্য ছিল সর্বোচ্চ চূড়ায় উঠবো। রিয়াল মাদ্রিদের হয়ে তা সম্ভব। আমি বর্তমানে এখানে আছি। আরো বেশি ট্রফি ও শিরোপা জিততে চাই। ক্যারিয়ারের স্বার্থে নিজেদের সেরাটা দিতে আমি প্রস্তুত। ’

সাবেক টটেনহাম তারকা উল্লেখ করেন, ‘রিয়াল ছেড়ে আবারো ইংল্যান্ডে ফিরব কিনা ‍তা সময়েই বলে দেবে। ভবিষ্যতে কী হবে তা কেউই আগাম বলতে পারে না। কিন্তু, বার্নাব্যুতে আমি সময়টা উপভোগ করছি এবং এখানে বেশ সুখেই আছি। কোচ রাফা বেনিতেজের সঙ্গে আমার কথা হয়েছে। নিজের পছন্দের পজিশনে খেলতে পেরে আমি উচ্ছ্বসিত। স্ট্রাইকারের পেছনে থাকায় স্পেস পাওয়া, বল পেয়ে আক্রমণে যাওয়া সম্ভব। আশা করছি, চলতি বছরটা আমার জন্য সেরা মৌসুম হয়ে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।