ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইন্টার ফুটবল টুর্নামেন্ট’ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইন্টার ফুটবল টুর্নামেন্ট’ শুরু ফাইল ফটো

আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে ‘ইন্টার ফুটবল টুর্নামেন্ট-২০১৫’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে এ টুর্নামেন্টের শুরু হয়।



এর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্ট চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।


প্রথম ম্যাচে অংশ নেয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এতে ইস্ট ওয়েস্ট ২-১ গোলে প্রতিপক্ষ বিইউবিটিকে হারায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন খাঁন চুন্ন। বিশেষ অতিথি ছিলেন- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান, সাবেক ফুটবলার আবদুল গাফফার।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।