ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বায়ার্নে উড়ে গেল অলিম্পিয়াকোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বায়ার্নে উড়ে গেল অলিম্পিয়াকোস ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অলিম্পিয়াকোস পাইরেসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। পুরো ম্যাচ জুড়েই বাভারিয়ানদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে গ্রীক ক্লাবটি।

এ নিয়ে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠালো পেপ গার্দিওলার শিষ্যরা।

জার্মান চ্যাম্পিয়নদের দাপুটে জয়ের সুবাদে আর্সেনালের নকআউট পর্বে ওঠার লক্ষ্যটাও জিইয়ে থাকল। বাঁচা-মরার ম্যাচে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবকে ৩-০ গোলে হারায় গানাররা। তবে বায়ার্নের বিপক্ষে অলিম্পিয়াকোস হার এড়াতে পারলেই গ্রুপ পর্ব থেকে ইংলিশ জায়ান্টদের বিদায় নিশ্চিত হয়ে যেত।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলা শুরুর ২০ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নেয় বায়ার্ন। আট মিনিটে গোল উৎসবের সূচনা করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তা। এর ঠিক ৮ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। চার মিনিট পর আরিয়েন রোবেনের পাসে বল জালে জড়ান জার্মান তারকা থমাস মুলার।

দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন ডিফেন্ডার হোলগার বাডসটিউবার। তবে দশজনের দলে পরিণত হলেও স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের ধার যেন এতটুকুও কমেনি! ৬৯ মিনিটে মুলারের বাড়ানো বলে গোলের খাতায় নাম লেখান ১৯ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার কিংগসলি কোমান।

ম্যাচের ৬৯ শতাংশ বলই বায়ার্নের দখলে থাকে। মুলার-ভিদালরা কয়েকটি গোলের সুযোগ মিস না করলে ভিজিটরদের আরো বড় ব্যবধানের পরাজয়ই সঙ্গী হতো। ম্যাচে ফিরতে অলিম্পয়াকোস নিশ্চিত গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে আটটি প্রচেষ্টায় গোলমুখে তারা একটি শটও নিতে পারেনি।

গ্রুপ ‘এফ’র পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচ শেষে চার জয় ও এক ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৯ পয়েন্টে দুইয়ে অলিম্পিয়াকোস। তিন নম্বরে থাকা আর্সেনালের সংগ্রহ ৬ পয়েন্ট। মাত্র এক জয়ে তিন পয়েন্টে তলানিতে ডায়নামো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন-ডায়নামো ও অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে গানাররা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।