ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রীতি ফুটবলে ঢাকা ও কলকাতার জয়

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
প্রীতি ফুটবলে ঢাকা ও কলকাতার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বয়ষ্ক ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সোনালী অতীত ক্লাব ঢাকা ও কলকাতা ভেটেরানস স্পোর্টস ক্লাব। লন্ডনের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে ঢাকা সোনালী অতীত।

দিনের অপর ম্যাচে একই ব্যবধানে জিতেছে কলকাতা ভেটেরানস স্পোর্টস ক্লাব।

বুধবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোনালী অতীত ঢাকা ও লন্ডনের মধ্যকার ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা চলতে থাকে। ম্যাচের ১৬ মিনিটে মুন্নার গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর, ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরিফ খান জয়। তবে, ৩৩ মিনিটে লন্ডন সোনালী অতীতের  মো: ফারুকের গোল (২-১) ব্যবধান কমায়।

প্রথমার্ধে ২-১ এ এগিয়ে থাকা ঢাকা সোনালী অতীত দ্বিতীয়ার্ধে যেন আরও ক্ষুরধার হয়। তাদের ধারালো আক্রমণে ৫১ মিনিটে মো: আসলামের গোল ঢাকাকে এনে দেয় ৩-১ এর লিড। এর ১০ মিনিট পর ইমতিয়াজ আহমেদ নকিবের গোল স্বাগতিকদের নিয়ে যায় ৪-১ এর অধরা ব্যবধানে। তবে, ৭১ মিনিটে  রেখান খানের গোল খেলায় ৪-২ এ ব্যবধান কমালেও  শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সোনালী অতীত ক্লাব ঢাকা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।