ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়ালের জয়ে শাখতারের চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রিয়ালের জয়ে শাখতারের চমক ছবি: সংগৃহীত

ঢাকা: নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ। উইরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ইউক্রেনের দল শাখতার দোনেস্কের বিপক্ষে আতিথ্য নিয়েছিল রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

আর পঞ্চম রাউন্ডের এ ম্যাচে পয়েন্ট খোয়ানোর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে ৪-৩ গোলে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনীর রিয়াল ‘এ’ গ্রুপের শীর্ষস্থানটি নিশ্চিত করেছে। ৫ ম্যাচে রিয়ালের সংগ্রহ বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ ১৩ পয়েন্ট। এ ম্যাচে বেনিতেজ শিষ্যদের মাঝে গোল করেছেন রোনালদো, মদ্রিচ আর কারভাজাল। স্বাগতিক শাখতারের হয়ে গোলের দেখা পেয়েছেন তেইজেইরা এবং দান্তিনহো।

আগেই নক আউট পর্ব নিশ্চিত হওয়ায় রিয়ালের জন্য এ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ। লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ হেরে নিজেদের খুঁজে পাওয়ার মিশনে মাঠে নামে রিয়াল । আর তাতে সফল বেনিতেজের শিষ্যরা। সর্বশেষ এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে নিজেদের মাটিতে ৪-০ গোলের পরাজয়ের গ্লানি নিয়ে মাঠে নামে তারা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা দলটি এক পর্যায়ে ৪-০ গোলের লিড পায়। তবে, শেষর দিকে শাখতারের দারুণ চমকে ব্যবধান ৪-৩ এ নেমে আসে।

রিয়ালের হয়ে শুরুর একাদশে এ ম্যাচে মাঠে নামেন ক্যাসিলা, কারভাজাল, রাফায়েল ভারানে, পেপে, নাচো, লকা মদ্রিচ, ক্যাসেমিরো, কোভাচিচ, ইসকো, রোনালদো আর বেল। বদলি হিসেবে মাঠে নামেন বেনজেমা, দানিলো আর টনি ক্রুস।

ম্যাচের শুরু থেকেই শাখতারকে চেপে ধরে খেলতে থাকে আতিথ্য নেওয়া রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় প্রথম আক্রমণ শানে রোনালদো-মদ্রিচ। তবে, সেবার ব্যর্থ হলে ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে লিড নেওয়া গোলটি করেন রোনালদো। ঘরের মাঠে সদ্যই হেরে হতাশ রোনালদো ম্যাচের ৩০ মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। ৩৩ মিনিটে রাভানের বদলি হিসেবে মাঠে নামেন দানিলো।

রোনালদোর একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর আরও যেন ক্ষুরধার হয় দলটির আক্রমণভাগ। ৫০তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। রোনালদোর সহায়তায় গোল করেন মদ্রিচ। ফলে, ২-০তে লিড নেয় বেনিতেজের ছাত্ররা। এর দুই মিনিট পর রোনালদো কারভাজালকে দিয়েও একটি গোল করান। ম্যাচের ৫২ মিনিটেই ৩-০ স্কোর গড়ে মাদ্রিদ।

কারভাজাল আর মদ্রিচকে দিয়ে গোল করিয়েই থেমে যাননি রোনালদো। পর্তুগিজ তারকা খেলার ৭০ মিনিটে আবারো গোল করেন। ফলে, তার জোড়া গোল পূর্ন হওয়ার পাশাপাশি রিয়ালের চতুর্থ গোলটি পূর্ণ হয়।

এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় স্বাগতিক হিসেবে খেলতে নামা শাখতার দোনেস্ক। ৭৭ মিনিটে পেনাল্টি লাভ করে দলটি। আর তা থেকে গোল করে ব্যবধান কমান অ্যালেক্স তেইজেইরা। কিছুটা ভরকে যাওয়া রিয়ালকে দ্বিতীয় গোলটি হজম করতে হয় আরও ৬ মিনিট পর। শাখতারের হয়ে দ্বিতীয় গোলটি করেন দান্তিনহো। ম্যাচের ৮৩ মিনিটে স্টেপানেনকোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

৮৭ মিনিটে টাইসন-তেইজেইরার একটি দারুণ আক্রমণ থেকে কোনো মতে বেঁচে যায় রিয়াল। এক মিনিট পরেই তৃতীয় গোল হজম করে রোনালদো বাহিনী। টাইসনের অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন তেইজেইরা। বাকি সময়টা বুকে কাঁপন নিয়ে খেলে যায় রিয়াল। রেফারির শেষ বাঁশি বাজলে স্বস্তিতে ফেরে অতিথিরা।

৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রথম লেগে শাখতারকে ৪-০ গোলে হারানো রিয়াল। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো, বাকি গোলটি করেছিলেন বেনজেমা।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।