ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নেইমার ইস্যুতে দুই ম্যাচ বহিস্কার ইসকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
নেইমার ইস্যুতে দুই ম্যাচ বহিস্কার ইসকো

ঢাকা: মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে লাল কার্ডের খরায় পড়া রিয়াল মাদ্রিদ তারকা ইসকো দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে হারের ম্যাচে এ স্প্যানিশ মিডফিল্ডার নেইমারের সঙ্গে গুরুতর ফাউল করেন।



ম্যাচে রিয়াল ৩-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন ইসকো। তবে খেলার নির্ধারিত সমেয়র ছয় মিনিট বাকি থাকতে ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারকে প্রচন্ড জোরে লাথি মারেন। পরে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ইসকোকে সরাসরি লাল কার্ড দেখান।

বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, রিয়াল ফুটবলার ইসকো দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। যার ফলে রিয়ালের পরবর্তী লিগ খেলায় এইবার ও গেটাফের বিপক্ষে মাঠে নামতে পারবেন না এ তরুণ তারকা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।