ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নশীপ লিগের উদ্বোধনী ম্যাচ গোলশূণ্য ড্র

সিনিয়র স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
চ্যাম্পিয়নশীপ লিগের উদ্বোধনী ম্যাচ গোলশূণ্য ড্র ছবি : সংগৃহীত

ঢাকা: উত্তর বারিধারা ক্লাব ও পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াল বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবল। উদ্ধোধনী ম্যাচেই দুই দলের মধ্যকার খেলা গোলশূণ্য ড্র হয়েছে।

খেলার শেষ সময় পর্যন্ত গোলের আপ্রাণ চেষ্টা করেও কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে জয়ের উদ্দেশ্যেই মাঠে নামে দুই দল। প্রথমার্ধের শুরু থেকে উভয় দুলই সমানে সমান আক্রমন চালায়। তবে, আক্রমণভাগের খেলোয়াড়রা একের পর এক আক্রমণ রচনা করলেও রক্ষণ ভাগের দৃঢ়তায় সবই ভেস্তে যায়। ফলে গোল শূণ্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের গোলবঞ্চিত থাকে দু’দল। তবে উত্তর বারিধারা ক্লাব ও পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের খেলোয়াড়রা কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং টানতে পারেননি। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই তাদের সন্তুষ্ট থাকতে হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, ২৬ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।