ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফ্রান্সে অ্যাওয়ে সমর্থকদের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ফ্রান্সে অ্যাওয়ে সমর্থকদের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই অ্যাওয়ে সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তাই অন্য দেশের দর্শকরা ফ্রান্সের স্টেডিয়ামে খেলা উপভোপ করা থেকে বিরত থাকবেন।

গত ১৩ নভেম্বর প্যারিসের কয়েকটি স্থানে অতর্কিত সন্ত্রাসী হামলায় ১৩০ জন মানুষ প্রাণ হারান। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। সেদিন ফ্রান্স ও জার্মানির মধ্যকার প্রীতি ম্যাচ চলছিল। অবশ্য প্যারিসের স্টেডিয়ামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রনালয় অ্যাওয়ে সমর্থকদের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে। উল্লেখ্য, প্যারিস ট্র্যাজেডির জের ধরে নিরাপত্তা শঙ্কায় বেলজিয়াম ও জার্মানিতে দু’টি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়।

ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের দু’টি ম্যাচ ফ্রান্সে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোতে কোনো অ্যাওয়ে দর্শকই থাকতে পারবে না। সব মিলিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতেই এমন কঠোর পদক্ষেপ নিল ফ্রান্স সরকার।

আগামী ৮ ডিসেম্বর (মঙ্গলবার) চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে ইউক্রেনের শাখতার দোনেস্ক। দু’দিন পর ইউরোপা লিগের ম্যাচে বোর্ডেক্সের বিপক্ষে মাঠে নামবে রাশিয়ান ক্লাব রুবিন কাজান।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।