ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেলজিয়ামে দর্শকশূন্য ম্যাচে নাপোলির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বেলজিয়ামে দর্শকশূন্য ম্যাচে নাপোলির জয়

ঢাকা: নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়ামের গেট থাকে বন্ধ। একেবারেই ফাঁকা দর্শকশূন্য গ্যালারী।

তাতে কী? বেলজিয়ামের মাঠেও নাপোলির জয়রথ অব্যাহত থাকল। ক্লাব ব্রুজকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচে জয় পেল ইতালিয়ান জায়ান্টরা।

জ্যান ব্রেডেল স্টেডিয়ামের ম্যাচটি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল তা নাপোলির ন্যূনতম ব্যবধানের জয়ই প্রমাণ করে। ভিজিটররা বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবলে দু’দলই ছিল প্রায় সমানে সমান। কিন্তু, স্টেডিয়ামে দর্শকদের উল্লাসের নিয়মিত চিত্রের অভাবটা যেন স্পষ্ট হয়ে ওঠে। ফাঁকা গ্যালারিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও অন্যান্য সিকিউরিটি স্টাফরাই ম্যাচটি উপভোগ করেন।

প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় মিডফিল্ডার মিরোকোর পাসে স্বাগতিকদের জালে বল জড়ান নাপোলির রোমানিয়ান ডিফেন্ডার ভ্লাদ লুলিয়ান। বিরতির পর ম্যাচে ফিরতে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং দুর্বলতা ভোগে স্বাগতিকরা। তাই ম্যাচ শেষে জয়ের ধারা অব্যাহত রেখেই মাঠ ছাড়ে মাউরিজিও সারির শিষ্যরা।

আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের লেগিয়া ওয়ারশ’র মুখোমুখি হবে নাপোলি। আর ডেনমার্কের মিডজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্লাব ব্রুজ। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচই রাত ১২টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।