ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোকে টপকে মেসির হাতে আরেকটি পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
রোনালদোকে টপকে মেসির হাতে আরেকটি পুরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: পুরস্কার জেতাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কমের ‘গোল ফিফটি’ পুরস্কার জিতেছেন বার্সেলোনার প্রাণভোমরা মেসি।

একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড চতুর্থবারের মতো এ পুরস্কার হাতে নিলেন তিনি।

গোল ডটকমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসির পরে জায়গা পেয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল তারকার পরেই রয়েছেন মেসির ক্লাব সতীর্থ উরুগুয়ের লুইস সুয়ারেজ (তৃতীয়) এবং ব্রাজিলের সেনসেশন নেইমার (চতুর্থ)।

২০০৮ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ওয়েবসাইটটি। ২৮ বছর বয়সী মেসি এর আগে ২০০৯, ২০১১ আর ২০১৩ সালেও ‘গোল ফিফটি’ পুরস্কার জিতেছিলেন। গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সার সেরা ফরোয়ার্ড মেসির পারফর্ম বিবেচনা করে এ পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। ২০১২ ও ২০০৮ সালে এ পুরস্কারের মালিক হয়েছিলেন রোনালদো।

গোল ডটকমের বিশ্বজুড়ে প্রায় ৫০০ সাংবাদিকের ভোটে সেরা ৫০ জন খেলোয়াড় মনোনীত করা হয়। এক মৌসুমের পারফর্ম বিবেচনা করে ‘গোল ফিফটি’ পুরস্কারটি দেওয়া হয়।

পুরস্কার ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মেসি জানান, ‘আমি সব সময় বলে আসছি, ব্যক্তিগত প্রাপ্তির দিকে কখনো লক্ষ্য না থাকলেও মৌসুমের শেষে এমন একটি পুরস্কার পাওয়া সত্যিই দারুণ। ব্যক্তিগত ভাবে এরকম একটি পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে। ’

‘গোল ফিফটি’র তালিকায় পঞ্চম স্থানটি পেয়েছেন চেলসির এডেন হ্যাজার্ড। ষষ্ঠ ও সপ্তম হয়েছেন যথাক্রমে বায়ার্ন মিউনিখের থমাস মুলার এবং আরতুরো ভিদাল। বোকা জুনিয়র্সে নাম লেখানো আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ হয়েছেন অষ্টম। আর নবম হয়েছেন জুভেন্টাসের পল পগবা এবং দশম হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।