ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফুটবল ঈশ্বরের ঘাড়ে হিগুয়েনের নিঃশ্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ফুটবল ঈশ্বরের ঘাড়ে হিগুয়েনের নিঃশ্বাস ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মাঠ কাঁপিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। পিছিয়ে ছিলেন না ক্লাবের পারফরম্যান্সেও।

সুদীর্ঘ ২১ বছরের ক্লাব ক্যারিয়ারে বিভিন্ন দলের হয়ে খেললেও ফুটবলের ঈশ্বর সবচেয়ে সফল ছিলেন নাপোলিতে।

আর নাপোলির এ কিংবদন্তির পাশে বসার একটি সুযোগ পেয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন।

সোমবার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে নাপোলি। সিরি আ’র এ ম্যাচে গোলের দেখা পেলেই হিগুয়েন ধরে ফেলবেন ম্যারাডোনাকে। ঘরের মাঠ সান পাওলোতে একটানা সাত ম্যাচে গোল করে ম্যারাডোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন হিগুয়েন। আর কোনো ফুটবলারের ঘরের মাঠে আট ম্যাচে পর পর গোল করার রেকর্ড নেই।

ম্যারাডোনা নাপোলির খারাপ সময়েও অসাধারণ পারফর্ম করেন। আর সাবেক আলবেসেলিস্তা অধিনায়কের দারুণ পারফর্মে নাপোলি ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে সিরি আ’র শিরোপা জেতে। সেই সঙ্গে ১৯৮৯-৮৯ মৌসুমে উয়েফা কাপও নিজেদের ঘরে তোলে দলটি।

হিগুয়েন সান পাওলোতে পর পর সাত ম্যাচে গোল করেছেন সাম্পদোরিয়া, ল্যাজিও (পর পর দুই ম্যাচে), জুভেন্টাস, ফিওরেন্টিনা, পালেরমো এবং উদিনিসের বিপক্ষে। ম্যারাডোনা ভিন্ন ভিন্ন ক্লাবের বিপক্ষে ১৯৮৭-৮৮ মৌসুমে এ রেকর্ডটি গড়েছিলেন।

ম্যারাডোনা ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলির হয়ে ২৫৯টি ম্যাচ খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা এ তারকা ১১৫টি গোলও করেন দলটির হয়ে। সিরি আ’র চলতি আসরে সর্বোচ্চ দশটি গোল করে টেবিলের শীর্ষে রয়েছেন হিগুয়েন। এ মৌসুমে ১৩ ম্যাচে খেলা আর্জেন্টাইন এ তারকা নাপোলির হয়ে মাঠে নেমেছেন ১১৯টি ম্যাচে, যেখানে তার গোলসংখ্যা ৬৬টি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।