ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এক ডি ব্রুইনেই কাত সাউদাম্পটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এক ডি ব্রুইনেই কাত সাউদাম্পটন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে উড়েই চলেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা ইংলিশ প্রিমিয়ার লিগের ১৪তম রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারায় সিটিজেনরা।

ম্যানসিটির হয়ে গোল করেন ডি ব্রুইন, ফ্যাবিয়ান ডেলফ আর আলেকজান্ডার কোলারভ। তিনটি গোলেই কার্যকরী ভূমিকা রাখেন ডি ব্রুইন। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন আইরিশ স্ট্রাইকার শেন লং।

সিটিজেনদের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন অতামেন্ডি, দেমেসিলিচ, কোলারভ, ডেলফ, ফার্নান্দিনহো, ডি ব্রুইন, ইয়াইয়া তোরে, রাহিম স্টারলিং আর সার্জিও আগুয়েরো।

ম্যাচের নবম মিনিটে লিড নেয় ম্যানসিটি। স্টারলিংয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন ডি ব্রুইন। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডেলফ। গোলের যোগানদাতা হিসেবে পারফর্ম করেন ডি ব্রুইন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে ব্যবধান কমান সাউদাম্পটনের ২৮ বছর বয়সী অভিজ্ঞ আইরিশ স্ট্রাইকার লং। তবে, স্কোর ৩-১ করতে ম্যানসিটির হয়ে গোল করেন কোলারভ। ম্যাচের ৬৯ মিনিটে ডি ব্রুইনের অ্যাসিস্টে গোলটি করেন তিনি।

এ জয়ের ফলে ১৪ ম্যাচ খেলা সিটিজেনদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ২৯।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।