ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অদম্য পিএসজি’র আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
অদম্য পিএসজি’র আরেকটি জয় ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগে ১৫টি ম্যাচ শেষ হলেও এখনও অপরাজিত দলটি।

সর্বশেষ ট্রয়েসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ট্রয়েসকে আতিথিয়েতা দেয় পিএসজি। আর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক গোল দিতে ব্যস্ত থাকেন দলের ফুটবলাররা।

খেলার ২০ মিনিটে স্বাগতিকদের হয়ে লিড নেন স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে বিরতির আগে একটি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লরা ব্লার শিষ্যদের।

বিরতির পর অবশ্য নিজেদের দারুণ ভাবে ফিরে পায় পিএসজি। ম্যাচের ৫৮ মিনিটে দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ গোল করে লিড দ্বিগুন করেন। আর ৬৭ ও ৮৪ মিনিটে লেভিন কুরজাওয়া ও জেন-কেভিন অগাস্টিন গোল করলে এক হালি ব্যবধানে এগিয়ে যায় দলটি। তবে খেলার নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে সফরকারী ফুটবলার থমাস আয়াসের গোলে শুধুমাত্র ব্যবধান কমায় ট্রয়েস।

এবারের লিগে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি। ২০১৫-১৬ মৌসুমে ১৩ জয়ের বিপরীতে দুটি ম্যাচে ড্র করেছে দলটি। হারেনি কোন ম্যাচে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।