ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সা স্কোয়াডে বিশ্রামে ইনিয়েস্তা-পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বার্সা স্কোয়াডে বিশ্রামে ইনিয়েস্তা-পিকে ছবি: সংগৃহীত

ঢাকা: বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। তবে এ ম্যাচে বার্সার অভিজ্ঞ ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লুইস এনরিক।



গ্রুপ ‘ই’তে ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। তাই লিগের খেলায় দেপোর্তিভো লা করুনা ও জাপানে ক্লাব বিশ্বকাপের প্রতিযোগিতায় শক্তি বাড়াতেই এনরিকের এমন সিদ্ধান্ত।

এদিকে বে এরিনায় দলের অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজকে পাচ্ছে না কাতালানরা। সর্বশেষ রোমার বিপক্ষে বার্সার ৬-১ গোলে জয়ের ম্যাচে নিজের তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় এ ম্যাচে নিষেধাজ্ঞায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

অন্যদিকে ইনজুরির কারণে দলে নেই জার্মেই ম্যাথিউ, সার্জিও রোবের্টো, দগলাস ও রাফিনহা। এছাড়া বুধবারের লড়াইয়ে তরুণ ফুটবলারদের মধ্যে সার্জি স্যাম্পার, হুয়ান ক্যামেরা, জেরার্ড গামবাউ ও উইলফ্রেড ক্যাপচুমাকেও দলে রাখা হয়নি।

এর আগে দু’দলের প্রথম লেগের খেলায় ক্যাম্প ন্যু’তে ২-১ গোলে জয় পেয়েছিল বার্সা। সে ম্যাচে সার্জিও রোবের্টো ও লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত করেছিল দলটি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।