ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মারে জেতালেন গ্রেট বৃটেনকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
মারে জেতালেন গ্রেট বৃটেনকে ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যান্ডি মারের হাত ধরে ডেভিস কাপ টেনিসে ৭৯ বছর পর শিরোপা জিতলো গ্রেট বৃটেন। বেলজিয়ামের বিপক্ষে ঐতিহাসিক এ ট্রফিতে সিঙ্গেলস ও ডাবলস দুই খেলাতেই জয় পান বৃটিশ নাম্বার ওয়ান তারকা মারে।



ম্যাচের তৃতীয় দিন ডেভিড গোফিনের বিপক্ষে ৬-৩, ৭-৫ ও ৬-৩ গেমে জিতে শিরোপা উদযাপন করেন মারে ও তার দল। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচটি আর খেলতে হয়নি।

এরআগে প্রথম সিঙ্গেলসে রুবেন বেমেলম্যানকে ৬-৩, ৬-২ ও ৭-৫ সরাসরি গেমে হারান মারে। আর আসরের দ্বিতীয় দিন মারে ও তার ভাই জ্যামি মারে ডাবলসে গোফিন ও স্টিভ ডারসিসকে ৬-৪, ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।