ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যুক্তরাষ্ট্র থেকে অবসরে ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
যুক্তরাষ্ট্র থেকে অবসরে ক্যাসিয়াস ছবি : সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ার সায়াহ্নে এসে তারকা খেলোয়াড়দের গন্তব্যই যেন হয়ে উঠছে মেজর লিগ সকার (এমএলএস)। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম থেকে শুরু করে রাউল গঞ্জালেজ, থিয়েরি অঁরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, ডেভিড ভিয়া, আন্দ্রে পিরলো, দিদিয়ের দ্রগবার মতো তারকারা পড়ন্ত বেলায় যুক্তরাষ্ট্রের এমএলএসে পাড়ি জমিয়েছেন।



এবার পিরলো-দ্রগবাদের কাতারে যোগ দেওয়ার ইঙ্গিতই দিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইকার ক্যাসিয়াস। এমনকি, যুক্তরাষ্ট্রে খেলে ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ৩৪ বছর বয়সী এ গোলরক্ষক। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে সরাসরি এক প্রশ্নোত্তর পর্বে এমন অভিতম ব্যক্ত করেন ক্যাসিয়াস। অবসর নেওয়ার আগে এমএলএসে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ কিংবদন্তির ভাষ্য, ‘কেন নয়? যুক্তরাষ্ট্রের  সকার লিগ এখন অন্য লেভেলে পৌঁছেছে। এটি সত্যিই দেখার মতো ব্যাপার। তাই সেখানে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে পোর্তোর প্রতি সম্মান রেখে তিন বছরের চুক্তি সম্পন্ন করতে চাই। ’

উল্লেখ্য, গত মৌসুম শেষেই দীর্ঘ ২৫ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে পর্তুগিজ ক্লাব পোর্তোতে পাড়ি জমান ক্যাসিয়াস। দুই বছরের চুক্তি হলেও তা এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।