ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

উড়ন্ত জয়ে সেমিতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
উড়ন্ত জয়ে সেমিতে লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: সাউদাম্পটনকে রীতিমত উড়িয়েই দিল লিভারপুল। এক-দু’টি গোল নয়! ৬-১ গোলের দাপুটে জয় নিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অল রেডসরা।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই জোড়া গোল করেন ইংলিশ তারকা ড্যানিয়েল স্টারিজ। তবে হ্যাটট্রিক আদায় করে স্টারিজকেও ছাড়িয়ে যান বেলজিয়ান স্ট্রাইকার ডিভোক অরিগি।

অবশ্য, সেন্ট ম্যারিস স্টেডিয়ামে খেলা শুরুর প্রথম মিনিটেই লিড নেয় স্বাগতিক সাউদাম্পটন। বাঁ প্রান্ত থেকে ডিফেন্ডার রায়ান বার্টর‌্যান্ডের ক্রসে হেডে বল জালে জড়ান সেনেগাল মিডফিল্ডার স্যাদিও মানে। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ভিজিটররা।

২৫ মিনিটের মাথায় স্টারিজের গোলে ম্যাচে ফেরে লিভারপুল। ম্যাচে ফেরা তো নয়, একে গোল উৎসবের সূচনা বললেও ভুল হবে না! চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ২৬ বছর বয়সী এ স্ট্রাইকার।

প্রথমার্ধের শেষ মিনিটে গোলের খাতায় নাম লেখান অরিগি। ৩-১ গোলে এগিয়ে থাকা অল রেডসরা বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৮ ও ৮৬ মিনিটে আরো দুই গোলে অরিগি নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এর ‍মাঝে ৭৩ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান।

উল্লেখ্য, সেমিতে স্টোক সিটির মুখোমুখি হবে লিভারপুল। অপর ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সূচি অনুযায়ী, ২০১৬ সালের ৪ জানুয়ারি প্রথম লেগ ও ২৫ জানুয়ারি ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২৮ ফেব্রুয়ারির শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে ইংলিশ লিগ কাপের ২০১৫-১৬ মৌসুমের ইতি ঘটবে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।