ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হ্যাজার্ডের স্বপ্নের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
হ্যাজার্ডের স্বপ্নের দল

ঢাকা: ২০০০ সালের আগে তারকা বনে যাওয়া ফুটবল গ্রেটদের নিয়ে ইংলিশ লিগের বর্তমান সেরাদের মধ্যে অন্যতম চেলসির এডেন হ্যাজার্ড একটি পাঁচ সদস্যের দল বানিয়েছেন। ফলে, স্বভাবতই এই দলে জায়গা হয়নি বর্তমান সময়ের দুই শীর্ষ ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর।



বেলজিয়ামের তারকা হ্যাজার্ডের ফাইভ-এ-সাইড ড্রিম টিমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তিনজন আর রিয়াল মাদ্রিদের দুইজন সাবেক ফুটবল গ্রেট রয়েছেন। তাদের মাঝে একজন আর্জেন্টাইন আর দুইজন করে ব্রাজিল ও ফ্রান্সের কিংবদন্তিরা জায়গা পেয়েছেন।

বার্সার আর্জেন্টাইন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েমে রয়েছেন হ্যাজার্ডের স্বপ্নের দলে। কাতালানদের ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ও ব্রাজিলের রোনালদিনহোও রয়েছেন এই দলে।

অপরদিকে আরেক ফরাসি কিংবদন্তি রিয়ালের সাবেক তারকা জিনেদিন জিদান, ব্রাজিলের রবিনহো এই দলের অন্যতম সদস্য।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।