ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জিরুদের হ্যাটট্রিক বাঁচালো আর্সেনালকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
জিরুদের হ্যাটট্রিক বাঁচালো আর্সেনালকে ছবি: সংগৃহীত

ঢাকা: ২৯, ৪৯ আর ৬৭ মিনিটে দুর্দান্ত তিনটি গোলে হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্সেনালের তারকা অলিভার জিরুদ। তার অসাধারণ পারফর্মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে গানাররা।



গ্রুপপর্বের জটিল সমীকরণ নিয়ে গ্রিসের জায়ান্ট অলিম্পিয়াকোসের ঘরের মাঠে নেমেছিল ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল। শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে-এমন সমীকরণ নিয়েই মাঠে নামতে হয় এমিরেটসের দলটির। তবে, অলিভার জিরুদের এক হ্যাটট্রিকেই সব শঙ্কা দূরে ঠেলে দিয়েছে আর্সেনাল।

ম্যাচের ২৯ মিনিটে অ্যারন রামসের অ্যাসিস্ট থেকে হেড করে প্রথম গোলটি করেন জিরুদ। বিরতির পর খেলার ৪৯ মিনিটে আবারো গোল করেন ফরাসি এ স্ট্রাইকার। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোস্টারিকান তারকা জো ক্যাম্পবেল বল বাড়িয়ে দেন জিরুদকে। জোরালো শটে অলিম্পিয়াকোসের জালে বল জড়িয়ে দেন জিরুদ।

ম্যাচের ৬৭ মিনিটে জিরুদের হ্যাটট্রিক পূর্ণ করার আগেই আর্সেনালের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যায়। তবে, তৃতীয় গোলটি করতে পেনাল্টির সুযোগকে কাজে লাগান জিরুদ। ডি-বক্সের ভেতরে স্বাগতিক ফুটবলার ওমরের হাতে বল লাগলে পেনাল্টি লাভ করে আর্সেনাল। সে সুযোগকে নষ্ট করেননি হ্যাটট্রিক হিরো জিরুদ।

গ্রুপ পর্বে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেলে বায়ার্ন মিউনিখ। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে জার্মান জায়ান্টদের সঙ্গী আর্সেনাল। সমান ম্যাচ আর সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তৃতীয় সেরা হয়ে ইউরোপা লিগে নেমে গেছে অলিম্পিয়াকোস। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ দল ডাইনামো জাগরেব।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।