ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট শুরু শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট শুরু শুক্রবার

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (১১ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-২০১৫’।

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী।



এ সময় আরো উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর  (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও ঘাটাইল গলফ ক্লাবের কর্মকর্তারা।

বৃহস্পতিবার থেকেই টুর্নামেন্টের কার্যক্রম শুরু হলেও মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শুক্রবার।

এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক গলফার অংশ নেবেন। প্রতিযোগিতা হবে ১৮ ও ৯ হোলের।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।