ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আবারো রিয়ালের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আবারো রিয়ালের আপিল ডেনিস চেরিশেভ /ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে এবার নতুন করে আপিল করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে তাদের প্রথম আপিল আবেদনটি খারিজ করে দেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটি।

এবার কি গ্যালাকটিকোদের শেষ রক্ষা হবে?

এ মাসের শুরুতে দ্বিতীয় সারির দল কাদিজের বিপক্ষে কোপা দেল রের রাউন্ড ৩২-এর প্রথম লেগের ম্যাচে নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামিয়ে বিপাকে পড়ে রিয়াল। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে তিন ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন ডেনিস চেরিশেভ। কাদিজের বিপক্ষে ম্যাচটিতে তা বলবৎ থাকে।

কিন্তু, এ বিষয়ে অবহিত না থাকায় রাশিয়ান উইঙ্গারকে প্রথম একাদশে রাখেন কোচ রাফা বেনিতেজ। পরে ব্যাপারটি জানাজানি হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেরিশেভের বদলি খেলোয়াড় মাঠে নামানো হয়। তবে নিয়ম ভঙ্গ করার শাস্তি হিসেবে চলতি আসর থেকে লস ব্লাঙ্কসদের বহিষ্কার করার গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হয়।

পরে আরএফইএফ’র কাছে আপিল করেও লাভ হয়নি। তবে আশা ছাড়েনি রিয়াল। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ফর স্পোর্টের (টিএডি) কাছে আপিল আবেদন করেছে স্প্যানিশ ‍জায়ান্টরা। টিএডি রিয়ালের পক্ষে রায় দিলেই রোনালদো-বেল-বেনজেমাদের কোপা দেল রের ম্যাচ খেলতে আর বাধা থাকবে না।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।