ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ব্রাজিলকে হারালো বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ব্রাজিলকে হারালো বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। সেলেকাওদের বয়সভিত্তক (অনূর্ধ্ব-১৩) দলকে ২-১ গোলে হারিয়ে মক কাপের প্লেট পর্বের সেমি ফাইনালে উঠেছে জাকারিয়া বাবুর লাল-সবুজের জার্সিধারী শিষ্যরা।



বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

ভবিষ্যতের নেইমার-কাকা-উইলিয়ান-অস্কারদের বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা দাপটের সঙ্গেই হারিয়েছে।

৭০ মিনিটের খেলায় মালয়েশিয়ার ন্যাশনাল স্পোর্টস সেন্টারে ম্যাচের ১৩তম মিনিটে ব্রাজিলিয়ান ক্লাবটি লিড নেয়। তবে, খেলার ৩০তম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। জিহানের দুর্দান্ত শট করিন্থিয়ান্সের জালে জড়ায়। ১-১ এ সমতা ধরে রেখে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দাপট দেখিয়ে ৪৩ মিনিটের মাথায় আবারো গোল করেন জিহান। বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ এ ম্যাচ জিতে নেয় লাল-সবুজের দলটি।

এর আগে মক কাপের প্লেট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সোয়ন এস. বি উইংয়কে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। সে ম্যাচেও জোড়া গোল করেন জিহান।

শনিবার (১২ ডিসেম্বর) প্লেট পর্বের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ডাইনামো জাগরেবের বিপক্ষে মাঠে নামবে জিহান-ফাহিম-অমিত-হৃদয়দের বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।