ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘মেসি-নেইমার’ শঙ্কায় মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘মেসি-নেইমার’ শঙ্কায় মাঠে নামছে বার্সা

ঢাকা: ক্লাব বিশ্বকাপের আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে ইনজুরিতে পড়া লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে শঙ্কায় রয়েছে দলটি।

এ ম্যাচের পরই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে লড়তে জাপানে যাবে বার্সা।

চলতি মৌসুমে দারুণ খেলা দেপোর্তিভোকে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথিয়েতা জানাবে বার্সা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে পেশীর ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে মেসি গোল করলেও ব্রাজিলিয়ান অধিনায়কের অভাব টের পেয়েছিল কাতালানরা।

এদিকে ইনজুরির কারণে শঙ্কায় রয়েছেন মেসি নিজেও। লেভারকুসেনের বিপক্ষেই পেশীতে টান পড়ে আর্জেন্টাইন এ অধিনায়কের। ক’দিন আগেই আট সপ্তাহ ইনজুরির পর মাঠে নেমেছিলেন মেসি। দেপোর্তিভোর বিপক্ষে নামার আগে ছিলেন না দলের শেষ অনুশীলনে।

নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিফেন্ডার দানি আলভেজ। তবে বর্তমান চ্যাম্পিয়ন দলটির ইনজুরির তালিকা বেশ বড়। সার্জিও রবার্তো ও জার্মেই ম্যাথিউ হয়তো শেষ সময়ে দলের স্কোয়াডে যোগ দিতে পারেন। তবে লম্বা সময় ধরে ইনজুরিতে থাকা দগলাস ও  রাফিনহাকে  মাঠের বাইরেই থাকতে হতে পারে।

দেপোর্তিভো নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনটিতেই হারেনি। তিন ম্যাচ জয়ের পাশাপাশি ড্র করেছে দুটি ম্যাচে। অন্যদিকে বার্সাও দেপোর্তিভোর সমান ম্যাচে জয় ও ড্র দেখেছে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতে অবশ্য বার্সার পাল্লাই ভারী। তিনবার জয়ের বিপরীতে কাতালানরা ড্র করেছে দুটি ম্যাচে। সেই সঙ্গে ঘরের মাঠে হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারে লুইস এনরিকের শিষ্যরা। কারণ চলতি মৌসুমে ক্যাম্প ন্যু’তে সাত ম্যাচের সবক’টিতেই জিতেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।