ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মহম্মদপুরে বসুন্ধরা সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মহম্মদপুরে বসুন্ধরা সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলার বসুন্ধরা সিমেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর আরএসকেএইচ ইনস্টিটিউশন মাঠে জাতীয় সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।



বসুন্ধরা সিমেন্ট’র অর্থায়নে টুর্নামেন্টের আয়োজনে করে আছাদুজ্জামান ফুটবল একাডেমি।

এতে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানসহ ১০টি ফুটবল দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক খেলোয়াড় একরামুল হক চৌধুরী এমপি ও আসলামুল হক এমপি।

এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা সাবেক ফুটবলার শেখ আসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রথম দিনের খেলায় খুলনা জেলা দল টাইব্রেকারে ৩-০ গোলে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে।

উদ্বোধনী খেলার পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।