ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বড় জয়ে শেষ আটে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বড় জয়ে শেষ আটে জুভেন্টাস

ঢাকা: সিমিওন জাজার জোড়া গোলে কোপা ইতালিয়ায় তুরিনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেল জুভেন্টাস। আর এ জয়ের ফলে লিগ কাপের শেষ আটে পৌঁছে গেল গত আসরের চ্যাম্পিয়নরা।

দলের হয়ে অন্য দুটি গোল করেন পাওলো দিবালা ও পল পগবা।

শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দু’দল। তবে ডার্বি ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বজায় রাখে জুভেন্টাস। আর খেলার ২৮ মিনিটে জাজা গোল করলে ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতির পর আরও জ্বলে ওঠে স্বাগতিক দলটি। ম্যাচের ৫৫ মিনিটে জাজা নিজের জোড়া গোল পূর্ণ করেন। তবে খেলার ৭৩ মিনিটে দাবালা গোল করলে জুভেন্টাস ৩-০তে এগিয়ে যায়। আর ম্যাচের নির্ধারিত সময়ের আট মিনিট আগে ফ্রেঞ্চ তারকা পগবা গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে ঘরোয়া ডাবলস জয়ী জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।