ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হকিতে জয় পেয়েছে বিমান বাহিনী ও বিকেএসপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
হকিতে জয় পেয়েছে বিমান বাহিনী ও বিকেএসপি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে বিজয় দিবস হকিতে জয় পেয়েছে বিমান বাহিনী এবং বিকেএসপি। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে হেরেছে রক্তিম সংঘ ও নারায়নগঞ্জ।



শনিবার (১৯ ডিসেম্বর) দিনের প্রথম খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৬-০ গোলে রক্তিম সংঘকে পরাজিত করে। বিমান বাহিনীর পক্ষে গোল করেন প্রসনজিত, আকিব ও রুম্মান আলী। এর মধ্যে প্রসনজিত হ্যাট্রিক সহ ৪টি ফিল্ড গোল করেন।

দিনে দ্বিতীয় খেলায় বিকেএসপি ১২-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে পরাজিত করে। নাঃগঞ্জ জেলাকে উড়িয়ে দিতে বিকেএসপির পক্ষে গোল করেন মাহবুব হোসেন (দুটি), আশরাফুল ইসলাম (হ্যাট্রিক), সোহানুর রহমান (দুটি), ফজলে হোসেন রাব্বি (একটি), আরশাদ হোসেন (হ্যাট্রিক) ও রকিবুল হাসান (একটি)।

রোববার (২০ ডিসেম্বর) একই ভেন্যুতে রক্তিম সংঘ ও নারায়নগঞ্জ মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।